‘শরত্-এর অনুভূতি’
2023-10-25 14:30:29

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সিয়াও চু-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ছেন সিয়াও চু, তিনি চীনের ছুংছিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী, তিনি বিশেষ করে চীনের ঐতিহ্যবাহী স্টাইলের সংগীত রচনা করেন এবং পরিবেশন করেন।

ছেন সিয়াও চু-এর প্রতিনিধিত্বকারী গানের মধ্যে রয়েছে “ছাং আন শহর খোঁজা’, ‘শরত্কালের দুঃখ’, ‘আমার জন্য অপেক্ষা করো’সহ কয়েকটি গান। ২০০১ সালে তাঁর গান ‘ইয়াং মাস্টার, আমার জন্য অপেক্ষা করো’ প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

বন্ধুরা, এখন শুনুন ছেন সিয়াও চু-এর কণ্ঠে ‘জন্মস্থানের তুষার’ নামে গানটি। গানের কথাগুলো এমন: অস্তগামী সূর্যের মধ্যে মদ পান করা এবং অতীত জীবনের অ্যাপয়েন্টমেন্টের আধা কাপ পান করাকে বিদায় জানাতে পিয়ানো বাজায়। প্রাচীন রাস্তায় পড়া পাতা, কয়েকটি সন্ধ্যা তুষারপাতের অপেক্ষায় আর আমি অপেক্ষায় আছি তোমার হাতটা ভালোভাবে ধরার জন্য। রাতটা একটু ঠান্ডা, পূর্ণিমার অপেক্ষায় আমি উইলো ভেঙ্গে বাতাস এবং বরফের অর্ধজীবনের গল্প বলি। ব্লুস্টোনের পুরানো রাস্তাগুলি ফুলের পাপড়ি ওড়ে এবং বিবর্ণ হওয়ার জন্য অপেক্ষা করছে। আমি তোমার দিকে ফিরে অপেক্ষা করছি। আমার শহর থেকে তুষার ছাংআনের রাস্তায় পড়তে পারে না। আমার গল্প তোমার পৃষ্ঠার জন্য অপেক্ষা করতে পারে না।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ছেং সিয়াও চু-এর গান ‘শরত্-এর অনুভূতি’। গানের কথায় বলা হয়, লাল ধুলোমাখা রাস্তায় প্রেম চাওয়া দীর্ঘ স্রোতের মতো বয়ে যায়। ফুল ফোটে আর বাতাসে প্রজাপতি নাচে। ঝরে পড়া ফুল কেন দুঃখের কারণ হয়? শরতের পাতা হলুদ হয়ে যায়। রাজহাঁস দূরত্বে দুঃখে কাঁদে। সীমাহীন বিষণ্ণতা বিশ্বের অস্থিরতা সম্পর্কে জিজ্ঞাসা করে। একত্র হওয়া মানুষকে সর্বদা এজন্য আকুল করে তুলবে। বাচ্চাদের মধ্যে ভালবাসা চিরকাল স্থায়ী হবে? মাটি তুষার দিয়ে আবৃত। আমরা যখন একে অপরের থেকে বিচ্ছিন্ন হই তখন শব্দগুলি নির্জন। আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন ছেন সিয়াও চু-এর গান ‘দক্ষিণ চীনে যাবো’। গানের কথায় বলা হয়, আমি দূর থেকে ভেসে আসা তোমার মেঘ। দক্ষিণ চীনে আমার দেখা বৃষ্টি তুমি। আমি হ্রদের পানি দিয়ে তৈরি মদ নিয়ে গেলাম। দূরের একাকীত্বে আমাকে সঙ্গ দাও। এটা কার প্রেম কাহিনী? আপনি কার জন্য গান করছেন?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো ছেন সিয়াও চু-এর আরেকটি গান। গানের নাম ‘বসন্তের তুষার’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সিয়াও চু-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)