আসল মোবাইল চেনার উপায়:মোবাইল আসল না নকল চিনবেন কি ভাবে ?

মোবাইল চেনার উপায়

Last Updated on: 5th সেপ্টেম্বর 2021, 04:16 অপরাহ্ন

ভালো আসল মোবাইল চেনার উপায়: আপনি কি মোবাইল কিনছেন? কিন্তু বুঝতেপারছেন না আপনার হাতের মোবাইল আসল না নকল ? তবে আজকের পোস্ট আপনার জন্য।

হ্যালো বন্ধুরা আজ এই পোস্ট এ আমরা আলোচনা করবো আসল মোবাইল চেনার কয়েকটি দারুন উপায় সম্পর্কে। সারা বিশ্বে প্রতিদিন প্রায় ৪.৫ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি হচ্ছে কিন্তু তার মধ্যে অনেক মোবাইল ফোন ই নকল।

তাই মোবাইল কেনার সময়, বিশেষ করে পুরানো মোবাইল ফোন কিনতে যাবার সময় যদি আমরা কয়েকটি নিয়ম মাথায় রাখি অনেক ক্ষেত্রেই আমরা প্রতারণার হাত থেকে নিস্তার পেতে পারি।

তাই এই পোস্ট এ তারই কিছু সহজ নিয়ম সম্পর্কে আলোচনা করবো।

১. IMEI number

ইন্টারনেট এর সাথে যুক্ত প্রতি বৈধ ডিভাইস যেমন মডেম,মোবাইল,ল্যাপটপ এর একটি ১৫ সংখ্যার বিশেষ আইডেন্টিফিকেশন নম্বর থাকে যাকে বলা হয় IMEI number বা International Mobile Equipment Identity নম্বর। এটি প্রতিটি ডিভাইস এর জন্য আলাদা আলাদা হয়।

এই IMEI numberনম্বর থেকে আপনি ফোন এর মডেল নম্বর থেকে শুরু করে তার ম্যানুফ্যাকচারিং ডেট ,সফটওয়্যার ভার্সন,ব্যাটারী,মেমরি সব কিছু দেখতে পারেন। তাই নতুন বা পুরানো মোবাইল কেনার সময় আপনি অতি অবশ্যই এটি দেখে নেবেন।

IMEI number কি ভাবে খুঁজে পাবেন?

IMEI number পাবার জন্য আপনাকে শুধু আপনার যেকোনো মোবাইল ফোন থেকে USSD কোড *#06# ডাইল করতে হবে। ব্যাস। এর পরেই আপনার মোবাইল এ চলে আসবে IMEI number টি।

এবার আপনার কাজ হবে ওই IMEI numberটি অনলাইন এ থাকা ভালো একটি IMEI number চেকার App বা ওয়েবসাইট এর সাহায্যে চেক করে নেয়া।যদি আপনার কাছে থাকা মোবাইল সেট টি আর ওই IMEI number এ বলা তথ্য একই হয় তো আপনার মোবাইল টি আসল হবার সম্ভবনা প্রায় ৯৯% .

IMEI নম্বর চেক

অনলাইন IMEI number চেকার হিসাবে আপনারা https://www.imei.info/ ওয়েবসাইট টি ব্যাবহার করতে পারেন। উদহারণ হিসাবে আমি আমার নিজের রেডমি ৬ প্রো মোবাইল ফোনটির স্ক্রিনশট আপনাদের বোঝার জন্য দিলাম। সব তথ্য নিজের মুঠোয়। কি অসাধারণ তাই না?

IMEI কোড দিয়ে মোবাইল চেক

২. অরিজিনাল বা অন্য একটি মোবাইল সেট এর সাথে তুলনা করুন

যদি সম্ভব হয় তবে আপনি আপনার মোবাইল ফোনটি আরো একটি অন্য ফোন (সমান মডেল )এর সাথে তুলনা করে নিন। দরকার পড়লে আপনি মোবাইল প্রস্তুতকারক কোম্পানি এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে দেখে নিন যে মডেলটির স্পেসিফিকেশন বা কনফিগারেশন ঠিক কি আছে।

উদহারণরূপে বলা যেতে পারে আসল মোবাইল ফোন এর স্পেসিফিকেশন এ স্ক্রিন এ যদি গরিলা গ্লাস এর কথা উল্লেখ থাকে আর আপনার কিনতে যাওয়া ফোনটি তে যদি সেটি না থাকে তবে সম্ভবত আপনার ফোন নকল। সতর্ক হন আর ফোনটি কেনা থেকে বিরত থাকুন।

৩. Antutu Benchmark

Antutu আসল মোবাইল চেনার জন্য একটি দারুন এপ্লিকেশন। আপনার কিনতে যাওয়া মোবাইলটিতে এই App টি ইনস্টল করুন আর দেখুন Antutu Benchmark এ ডিভাইসটির পারফরমেন্স স্কোর আর স্পেসিফিকেশন। যদি আপনার ফোনটির স্পেসিফিকেশন ওই মোবাইল এর জন্য Antutu Benchmark এর অফিসিয়াল স্পেসিফিকেশন এর সাথে না মেলে তবে আপনার ফোনটি সম্ভবত নকল।

এছাড়া যদি Antutu Benchmark এ আপনার হাতে থাকা মোবাইল এর পরিবর্তে অন্য কোনো ডিভাইস এর নাম দেখায় তবে সেটি অবশ্যই নকল।

iPhone আসল না নকল কি ভাবে বুঝবেন ?

আপনার ফোন টি যদি iPhone হয়ে থাকে তবে আসল নকল যাচাই করা একটু সহজ হয়। আসল iPhone এ সবসময় একটি iCloud একাউন্ট এর সাথে যুক্ত থাকে তাই নকল iPhone সনাক্ত সহজ হয়ে যায়।

তাছাড়া iPhone এ জাভা এপ্লিকেশন চলে না। iPhone এ, Settings > General > About phone থেকে পাওয়া সিরিয়াল নম্বরটি https://checkcoverage.apple.com/ এড্রেস এ গিয়ে ডিভাইস টি আসল না নকল ঠিক বোঝা যায়।

iPhone আসল না নকল

আশা করি আসল মোবাইল চেনার উপায় সম্পর্কিত এই পোস্ট আপনাদের কাজে আসবে। ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ।

শুভ্রজ্যোতি ঘোষ

About শুভ্রজ্যোতি ঘোষ

শুভ্রজ্যোতি ঘোষ একজন স্টুডেন্ট এবং টেক লাভার। গণিতে সে বি. এস. সি স্নাতক। পড়াশোনা ছাড়াও বাংলা কবিতা,গান শুনতে সে ভালোবাসে। তাছাড়াও ব্লগ লিখতে সে ভালোবাসে বিশেষত বাংলাতে।

View all posts by শুভ্রজ্যোতি ঘোষ →

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।