মুখের কালো দাগ ও ছোপ ছোপ দাগ দূর করতে আলুর ফেস প্যাক

2
Share

মুখের কালো দাগ ও ছোপ ছোপ দাগ দূর করতে আলুর ফেস প্যাক

মুখের কালো দাগ ও ছোপ ছোপ দাগ আমাদের অনেকেরই কমন একটি সমস্যা । এই সমস্যা দূর করার জন্য আজ আমি আপনাদের কিছু টিপস বলবো । আজ আপনাদের বলবো কিভাবে আপনি আপনারা বাসায় বসে আলু দিয়ে ত্বকের যত্ন করতে পারেন । এবং খুব সহজেই মুখের কালো দাগ ও ছোপ ছোপ দাগ দূর করতে পারেন । Potato face pack to remove black spots

আলুর এই ফেসপ্যাক সব ধরনের ত্বকের জন্য । নিয়মিত আলুর এই ফেসপ্যাক সপ্তাহে দুই দিন ব্যবহার করলে, মুখের কালো দাগ ও ছোপ ছোপ দাগ দূর হয়ে যাবে।

চিনি, লেবুর রস, এবং আলুর রস

Potato face pack to remove black spots

আলুতে আছে পটাশিয়াম যা ত্বকের যে কোন কালো দাগ দূর করতে খুব দ্রুত কাজ করে । কালো দাগ , ছোপ ছোপ দাগ, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে । চিনি ত্বকের মৃতকোষ রিমুভ করতে কাজ করে । লেবু  ত্বকের দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে ।

উপকরণঃ

আলু ব্লেন্ডার করে তার রস বের করে নিতে হবে । ২চামচ আলুর রস, ১চামচ চিনি, ২চামচ লেবু । একটি পরিষ্কার বাটিতে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে নিতে হবে । শুখিয়ে গেলে ধুয়ে নিবেন ।

Potato face pack to remove black spots

আলুর রস, বেসন, মধু, লেবু

বেসন ত্বককে উজ্জ্বল ও লাবণ্যময় করে তুলতে খুব ভালো কাজ করে । বেসন  ত্বকের গভীরে থেকে ময়লা পরিষ্কার করে তোলে । আলুর রস যা কালো দাগ, ছোপ ছোপ দাগ, রোদে পোড়া দাগ দূর করতে কাজ করে । লেবু ত্বককে উজ্জ্বল করে  তোলেন, ত্বকের যেকোনো দাগ দূর করে । মধু যা ত্বকের ময়েশ্চারাইজার কাজ করে ত্বককে মসৃণ করে তোলে । ডিপ ক্লিন যারের কাজ করে ।

উপকরণঃ

আলুর রস ২ টেবিল চামচ । বেসন ১ টেবিল চামচ । লেবুর রস ১ টেবিল চামচ । মধু ১ টেবিল চামচ । সবগুলো উপাদান একসাথে নিয়ে ঘন পেস্ট করে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে । ফেসপ্যাক টা শুকাইয়া গেলে হালকা সুসম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

আলুর রস, চালের গুঁড়ো, লেবুঃ

চালের গুঁড়ো স্ক্রাবের কাজ করে । কালো দাগ হাল্কা করে । লেবু ত্বকের ব্লীচের কাজ করে । আলুর রস ত্বকের যেকোনো কালো দাগ ছোপ ছোপ দাগ খুব দ্রুত দূর করতে কাজ করে থাকে । ত্বক টানটান করে ত্বকে সাইন ভাব আনে।

উপকরণঃ

১ টেবিল চামচ চালের গুঁড়া । ২  টেবিল চামচ আলুর রস । ১ টেবিল চামচ লেবুর ।

সবগুলা একসাথে মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট । শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ঘষে ঘষে স্ক্রাবের মতো তুলে ফেলতে হবে ।

আরো পড়ুনঃ ঠোঁটের কালো দাগ তুলতে করণীয় কিছু টিপস । ঠোঁটের কালো দাগ সমস্যার সমাধান !

আরো পড়ুনঃ ঘরোয়া ভাবে মুখের দুর্গন্ধ এড়াতে গুরুত্বপূর্ণ কিছু টিপস

কেমন লাগলো টিপস গুলো । আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পরবর্তী কোন বিষয়ের উপর টিপস চান । সেটাও আমাদের কমেন্ট বক্স এ আমাদের জানিয়ে রাখুন। আমাদের পরবর্তী পোষ্ট এর উপর আপনার নাম লিখে দেওয়া হবে।

আরো পড়ুনঃ সিক্রেট প্লেস এর কালো দাগ দূর করুন খুব সহজে!

আজ তাহলে এই পর্যন্ত ই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন।

আরো পড়ুনঃ চুলের যত্নে ২০ টি টিপস

আপনার সৌন্দর্য চর্চার যে কোন পরামর্শ বা সেবার জন্য Eshaly.com আছে সবসময় আপনার পাশে। ধন্যবাদ এতক্ষন সময় নিয়ে পড়ার জন্য। এবং এরকম আরো সৌন্দর্য চর্চার টিপস এর জন্য আমাদের পাসেই থাকুন। ফলো করুন আমাদের ফেইবুক পেইজ।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজ ফলো করুন। Follow on Facebook click Here.

Related Posts
2 Comments
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *